গঙ্গারামপুর শহরের সুভাষপল্লিতে অবস্থিত সুস্পর্ষ মাল্টিস্পেশালিটি হাসপাতালের ৩ বর্ষপূর্তি উৎসবকে সামনে রেখে স্পেশাল হেল্থ চেকাপ ক্যাম্প,রক্তদান শিবির সহ বিভিন্ন ধরনের কর্মসূচী নেওয়া হয়,অনুষ্টানে উপস্থিত চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা
গঙ্গারামপুর ১৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্টানের মধ্য দিয়ে সুস্পর্ষ মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয় ৩তম বর্ষপুতি উৎসবকে সামনে রেখে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সুভাষপল্লিতে অবস্থিত সুস্পর্ষ মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফে স্পেশাল হেল্থ চেকাপ ক্যাম্প,রক্তদান শিবির সহ বিভিন্ন ধরনের কর্মসূচী নেওয়া হয়।অনুষ্টানগুলির সুচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান।সেখানে সুস্পর্ষ মাল্টিস্পেশালিটি হাসপাতালের বহু চিকিৎসক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ থেকে তিন বছর আগে গঙ্গারামপুর শহরে সুভাষপল্লীতে অবস্থিত গঙ্গারামপুর পৌরসভার বিপরীতে অবস্থিত সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালটি তৈরি হয় বেশ কয়েকজনের হাত ধরে। শুরু থেকেই এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের একটি লক্ষ্য নিয়ে তারা কাজ করতে শুরু করে যে,যেকোন সাধারন থেকে শুরু করে জটিল রোগ নিয়ে তারা আগে বাইরে চিকিৎসা করাতে যেতেন এখন আর তাদের স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের পরিষেবা তারা সেখান থেকে পেয়ে যাবেন।তাদের আর বাহিরে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হবে না।বর্তমানে সরকারি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই সাধারন মানুষজনদের পরিষেবা দিয়ে এ+বিভাগের পরিচয় পেয়েছে দক্ষিণ দিনাজপুর তথা গৌড়বঙ্গের মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল।গত তিন বছরে বহু এমন তারা জটিল অস্ত্র প্রচার করেছেন যে যা গৌড়বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মানুষের মন জুগিয়ে আছেন তারা। খরচের সংখ্যাও অনেক কম। সংস্থার অন্যতম কর্ণধরেরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যপরিসেবায় সাধারণ মানুষজনদের এক নজিরবিহীন পরিষেবা তারা দিয়ে যাবেন। যাই ইতিমধ্যেই সাধারণ মানুষ জন জেলা তথা গৌড়বঙ্গ বা উত্তরবঙ্গের এক স্বাস্থ্য প্রতিষ্ঠানের অন্যান্য নজির গড়েছে সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল।বুধবার তাদের এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটি তৃতীয় বছরে পা দিল। এদিন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর উপস্থিতি, সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা নীরেশ পাল, কুসুম দাস,সুপ্রিম চৌধুরী,চিকিৎসক কৌশিক চাকী, চিকিৎসক প্রণব কুমার সাহা,চিকিৎসক রাজদীপ পান্ডে , চিকিৎসক ধীমান সরকার সহ বহু বিশিষ্টজনেরা। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের হাত ধরেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যা সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয় সুস্পর্শ হাসপাতালের সভাকক্ষে। এছাড়াও সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সেখানে প্রায় ৪০জন সেছায় রক্তদান করেন। সেই সঙ্গে সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে পায় 200 জনকে হেলথ চেকআপ করা হয়। সেইসঙ্গে আরো বেশ কয়েকটি সুযোগ-সুবিধা বিনামূল্যে দেওয়া হবে বলে মাল্টিস্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গেছে। এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল অন্যান্য নজির গড়েছে মানুষজনদের ভালো স্বাস্থ্য পরিষেবা দিয়ে। এই হাসপাতালে স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা দিতে আসা মানুষজন আরো ভালো পরিষেবা পাবে এবং আগামী দিনে এক অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল পরিচিত হবে বলে তিনি জানান। গঙ্গারামপুর সুস্পর্শ হাসপাতালের অন্যতম সদস্য তথা চিকিৎসক কৌশিক চাকী জানিয়েছেন, আমরা সরকারি পরিষেবা দেবার পাশাপাশি সামান্য খরচে মানুষজনকে ভালো পরিষেবা দিয়ে কাজ করে যাচ্ছি।যা আগামী দিনেও করে যাব। গঙ্গারামপুর সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে আরেক সদস্য রাজদীপ পান্ডে জানিয়েছে, আমাদের এখান থেকে স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজনে পরিষেবা নিলে আর কাউকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে না। সরকারি সহায়তা ও সামান্য খরচে আমরা পরিষেবা দিয়ে থাকছি রোগী ও তাদের আত্মীয়স্বজনদের।৩ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গঙ্গারামপুর শহরে সুভাষ পল্লীতে অবস্থিত সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল যে আগামী দিনে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্যতা অর্জন করবে সেবিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। রক্তদান করতে ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে এদিন সাধারণ মানুষজনদের ভিড হয়েছিল ব্যাপক পরিমাণে।