কোচবিহার:- সুপারির গাছ কাটা কে কেন্দ্র করে ভাইপোর হাথে খুন হল কাকা। ঘটনাটি ঘটেছে শিতলকুচি ব্লকের গৌসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম আবেদ আলী মিয়া । স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ভাইপো সেরাজুল মিয়ার সাথে কাকা আবেদ আলী মিয়ার বাড়ির পিছনে সুপারি গাছ কাটা নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়। সেই সময় সেরাজুল তার কাকা কে কুড়ুল দিয়ে কোপ মারে আবেদ আলী মিয়া আহত অবস্থায় মাটি তে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল নিয়ে গেল চিকিৎসক মৃৎ বলে ঘোষনা করে । অভিযুক্ত কে শিতলকুচি থানার পুলিশ আটকে করেছে ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।প্রাথমিক ভাবে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে তাদের জমির একটা বিবাদ ছিল এরপর আজ সুপারি গাছ কাটা নিয়ে এই ঘটনা ঘটে ।