সুকান্ত মজুমদারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় জেলা পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়
আলিপুরদুয়ার:- বন্ধ চা বাগানের সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলে ঘিরে ফেলল জেলা পুলিশ। জানা গেছে এদিন দুপুর ২ টা নাগাদ আলিপুরদুয়ার শহরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করতে চলেছে জেলা বিজেপি। দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে আলিপুরদুয়ার জেলার মোট সাতটি চা বাগান। সেই সমস্ত বন্ধ চা বাগান গুলি চালুর দাবিতেই এদিন এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন জেলার বিভিন্ন বন্ধ চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক ও তাদের পরিবার। সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হবেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যয় ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় তৈরি করল জেলা পুলিশ। বাঁশের মোটা বেরিগেট দিয়ে ঘিরে ফেলা হলো জেলা প্রশাসনিক ভবনকে। আনা হয়েছে ২০০ বাড়তি পুলিশ বাহিনী। এমনকি আনা হয়েছে জল কামান।
জেলা বিজেপি সভাপতি মনোজ টিগ্গা জানান বন্ধ চা বাগান নিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি ও মহামিছিল ।