সুকান্তর সোশ্যাল পোস্টে তোলাবাজি-জুলুম বিতর্ক!

0
726

সুকান্তর সোশ্যাল পোস্টে তোলাবাজি-জুলুম বিতর্ক! সাইবার ক্রাইমে অভিযোগ তৃণমূল নেতার

বালুরঘাট, ১২ জুলাই ——-তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলা ও বিজেপি কর্মীর উপর জুলুমের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ঘটনার জেরে এবার তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধেই পাল্টা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হল। শনিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা মফিজউদ্দিন মিঞা দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু তৃণমূল নেতাদের ভাবমূর্তি নষ্ট করতেই সোশ্যাল মিডিয়ায় মিথ্যে চিঠি ছড়িয়ে দিয়েছেন সুকান্ত।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। কুমারগঞ্জ ব্লকের বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের স্বাক্ষর ও সীলযুক্ত একটি চিঠি ভাইরাল হয় এক্স হ্যান্ডেলে। যেখানে লেখা, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ও তৃণমূল নেতা মফিজউদ্দিনের নির্দেশে কর্মী নিয়োগের নামে ছয় লক্ষ টাকার লেনদেন হয়েছে। এমনকি বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ এনে জুলুম চালানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয় ওই চিঠিতে।

সেই পোস্ট ঘিরেই গোটা দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক পারদ চড়েছে। যদিও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার দাবি করেন, এটি একটি ভুয়ো চিঠি। তাঁর সই কপি-পেস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে ওই ভুয়ো কাগজ সামনে এনে সংখ্যালঘু নেতাদের অপমান করা হয়েছে।

এই প্রেক্ষিতে সুকান্তর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মফিজউদ্দিন মিঞা। তাঁর হুঁশিয়ারি, “ভুয়ো চিঠি ছড়িয়ে দোষ চাপিয়ে লাভ হবে না। মানুষ সব দেখছে। ছয় আসনেই তৃণমূলই জয়ী হবে।”

সুকান্ত মজুমদার এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রাজনৈতিক মহলে জল্পনা—ভুয়ো না সত্যি, চিঠির আসল রহস্য কী, তা তদন্তেই স্পষ্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here