সুকান্তর গড়ে কেন্দ্রের উন্নয়ন নিয়ে মোদিকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। উচ্ছ্বাস তৃণমূলের নেতা কর্মীদের
পিন্টু কুন্ডু ও শীতল চক্রবর্তী, ১৮ মার্চ ——– গঙ্গারামপুরের প্রকাশ্য সভা থেকে উন্নয়ন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। উচ্ছ্বাস নেতা কর্মীদের। সোমবার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত জনগর্জন সভায় প্রার্থী বিপ্লব মিত্রকে পাশে বসিয়ে সুকান্তকে ওপেন চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি সুকান্ত মজুমদাররা বিগত তিন বছরে উন্নয়নের ব্যালেন্স শীট দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। শুধু তাই নয়, বিগত পাচ বছরে এই কেন্দ্রে কোন মন্ত্রীকে এনে উন্নয়ন নিয়ে কোন আলোচনাও করতে পারেনি সুকান্ত। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা।। লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জ ও বালুরঘাটের দুই প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যানী ও বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে ভোট প্রচার করেন। এদিন বিকেলে যে প্রচার মঞ্চে উঠে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। ছুড়েছেন এই কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি কে উদ্দেশ্য করে কড়া চ্যালেঞ্জও। আক্রমণ করতে পিছপা হননি নরেন্দ্র মোদিকেও। ল কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি শিলিগুড়িতে একটি জনসভায় বলেছিলেন যে তারা আবাস যোজনা প্রকল্পের অধীনে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন। আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আমি আপনাকে টুইটারের মাধ্যমে বলছি যে উন্নয়ন কাজের গত তিন বছরের ব্যালেন্স শীট দেখান। যদি পারেন, আমি রাজনীতি করব না। আপনার প্রতি কেন্দ্রীয় সংস্থার সমর্থন রয়েছে। তাহলে আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করছেন না কেন ?
তিনি আরো বলেন, মোদীজির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারান্টি মানে আজীবন গ্যারান্টি । আমি প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করছি, ভোটের আগে আপনাকে অবশ্যই ২৬ এপ্রিলের আগে আসতে হবে, দয়া করে ব্যালেন্স শীট নিয়ে আসুন । আপনি যদি আমাকে দেখান এমপি সুকান্ত মজুমদার কোনো কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে একক উন্নয়ন সভা করেছেন, আমি আর এখানে আসব না বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন।
একইসাথে গঙ্গারামপুরের স্টেডিয়াম মাঠ থেকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আবাস যোজনা নিয়ে তিনি বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্র ৩২,০০০ কোটি টাকার রাম মন্দির তৈরি করেছে। কিন্তু কেন্দ্রের প্রকল্পে বাড়ি পাননি সাধারণ মানুষ । ২৬শের আগেই আবাস যোজনায় আবেদন করা প্রত্যেককে বাড়ি দেওয়ার আশ্বাসও দিয়েছেন অভিষেক ।