পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ নভেম্বর— ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যা খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। বৃহস্পতিবার দিনভর হিলি আন্তর্জাতিক সীমান্ত ঘুরে দেখেন হাইকমিশনার তৌফিক হাসান। হিলি আইসিপির পাশাপাশি এদিন বাংলাদেশের ইমিগ্রেশন ও স্থলবন্দর পরিদর্শন করেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার।

দক্ষিন দিনাজপুরের হিলি আন্তর্জাতিক সীমান্ত পশ্চিমবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম সীমান্ত হিসাবেই চিহ্নিত। অথচ এই হিলি আন্তর্জাতিক সীমান্তই একাধিক সমস্যায় জর্জরিত৷ সংকীর্ণ রাস্তার জন্য একসঙ্গে পণ্যবাহী লরি যাওয়া ও ফাঁকা লরি বাংলাদেশ থেকে আসতে পারে না৷ দীর্ঘদিনের এই সমস্যা তুলে ধরে বিকল্প রাস্তার দাবি জানানো হয় হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়াও এদিন সীমান্তের একাধিক বিষয় ও পরিষেবা সংক্রান্ত ঘুরে দেখেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান৷

ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানিয়েছেন, একাধিক বিষয় খতিয়ে দেখতে তিনি পরিদর্শনে এসেছেন। বিষয়গুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাছাড়া কোভিড বিধির কারনে বন্ধ হয়ে থাকা উভয় দেশের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতেও দ্রুততার সাথে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।