সীমান্ত পেরিয়ে বিশ্বমঞ্চের স্বপ্ন! আন্তর্জাতিক কোচের চোখে বালুরঘাটের শিশুরা, লক্ষ্য ব্রাজিল-ডেনমার্ক!

0
18

সীমান্ত পেরিয়ে বিশ্বমঞ্চের স্বপ্ন! আন্তর্জাতিক কোচের চোখে বালুরঘাটের শিশুরা, লক্ষ্য ব্রাজিল-ডেনমার্ক!

বালুরঘাট, ২২ জুন —– সীমান্তের প্রত্যন্ত এলাকার প্রতিভা ছুটবে এবার আন্তর্জাতিক স্তরে। ফুটবলের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতেই মুম্বাই থেকে এবার বালুরঘাটে ছুটে এলেন আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্ত। রবিবার বালুরঘাট টাউনক্লাব মাঠে একটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে যে প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া চালান ফুটবল কোচ মলয় সেনগুপ্ত। মুলত সীমান্তের প্রত্যন্ত এলাকার ফুটবলে আগ্রহী অনুর্দ্ধ ১২ ও অনুর্দ্ধ ১৪ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোই মুল লক্ষ্য বলে জানিয়েছেন মলয় সেনগুপ্ত। বালুরঘাটের সাংসদের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৩৫০ জন ফুটবল খেলোয়াড় অংশগ্রহন করে। যার মধ্যে ৮০ জন মহিলা ফুটবল খেলোয়াড়ের উপস্থিতি এদিন এই ক্যাম্পকে এক ভিন্ন বার্তা দিতে সক্ষম হয়।
মলয় সেনগুপ্ত জানান, প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা সামনে এসেছে সেরকম ছয়জনের একটি তালিকা তৈরি করে রাজ্যের বাইরে তাদের উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তারা দেশের বাইরে ব্রাজিল, ডেনমার্ক, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাতে খেলার সুযোগ পাবে।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ফুটবলের খেলাধুলার প্রতি যেসব শিশু-কিশোরদের আগ্রহ এবং প্রতিভা রয়েছে তাদের খুঁজে বের করাই এই শিবিরের মূল লক্ষ্য। তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়া নয়, ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। যে ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।

এই উদ্যোগ শুধু প্রতিভা অন্বেষণ নয়, জেলার খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনাও বটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here