সীমান্তে বিএসএফ জওয়ানকে মারধর, দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ইয়াসিন

0
112

সীমান্তে বিএসএফ জওয়ানকে মারধর, দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ইয়াসিন

বালুরঘাট, ২৭ মার্চ ——- সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে মারধরের ঘটনায় এক ব্যক্তি পেল এক বছর দশ মাসের সশ্রম কারাদণ্ড। বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করেন।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫২ ও ৩৩২ ধারায় সাজা ঘোষণা করেছে আদালত। ১৮৬ ধারায় এক বছর দশ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’মাসের সাজা। ৩৫২ ধারায় এক বছর কারাদণ্ড এবং ৩৩২ ধারায় তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, যা না দিতে পারলে আরও দু’মাস কারাবাস করতে হবে।

২০২৩ সালের এপ্রিল মাস। গভীর রাতে কুশমণ্ডি থানার খৈলতোর সীমান্তে দায়িত্বে ছিলেন বিএসএফ জওয়ান নুরবু শেরপা। আচমকাই হামলা চালায় ইয়াসিন আলী ও তার দলবল বলে আদালত সুত্রের খবর। নিরস্ত্র অবস্থায় মারাত্মকভাবে আক্রান্ত হন নুরবু। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুশমন্ডি থানায় বিএসএফের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত সাজার রায় ঘোষণা করে। সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here