সীমান্তে দিনের আলোতেই চোরা চালান!

0
53

সীমান্তে দিনের আলোতেই চোরা চালান! হিলির আগ্রায় বিএস এফের গুলি ছোঁড়াকে ঘিরে উত্তেজনা

বালুরঘাট, ১৩ সেপ্টেম্বর —— দিনের আলোতেই চোরা চালান সীমান্তে! শূন্যে গুলি ছুঁড়ে পাচারকারীদের প্রতিহত করার চেষ্টা বিএসএফের। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের আগ্রা সীমান্তবর্তী এলাকায়। এদিকে আচমকা পরপর দুই রাউন্ড গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন আগ্রার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দারা। আতঙ্কে স্তব্ধ গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কিছু পাচারকারী ভারতীয় সামগ্রী ও মাদকজাত দ্রব্য কাঁটাতারের ওপারে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছিল। যে সময় প্রহরারত জওয়ানরা বাধা দিতেই শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে আকাশে টানা দুই রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। যাকে ঘিরেই ওই গ্রামে তুমুল আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাপস বর্মনের কথায়, “কিছু অসাধু ব্যক্তি পাচারের চেষ্টা করছিল। বিএসএফ বাধা দিতেই সংঘাত বাঁধে। গুলি চালানোয় সাধারণ মানুষের মনে ভয় ছড়িয়েছে।”
ঘটনা নিয়ে এলাকার জনপ্রতিনিধির স্বামী ভগবান হাঁসদা জানান, বর্মনপাড়া এলাকায় ককটেল জাতীয় গুলি ছুড়েছে বিএসএফ।

স্থানীয়দের অভিযোগ, হিলি থানার শ্রীরামপুর, জামালপুর, গোসাইপুর, বৈগ্রাম-সহ বহু এলাকায় এখনও কাঁটাতারের কাজ অসম্পূর্ণ। ফলে দিনের বেলাতেও সক্রিয় পাচারচক্র। রাতের অন্ধকার থেকে সকালবেলার আলো—চোরাপথে পেরিয়ে যাচ্ছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট-সহ নানা সামগ্রী। সম্প্রতি হিলি কলেজের সামনে থেকেই দুই মহিলাকে গাঁজা-সহ গ্রেপ্তার করে পুলিশ।

এদিন সকালের এই ঘটনায় ফের সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাচারচক্রের বাড়বাড়ন্তে দিশেহারা সীমান্তবাসী। ঘটনার পরই আগ্রা সীমান্তে গুলি চালানোর বিষয়টি খতিয়ে দেখতে নেমেছে হিলি থানার পুলিশ। তবে বিএসএফের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here