সীমানা নয়, সেতু হোক খেলার মাঠ! বিশ্ব অভিভাবক দিবসে কুমারগঞ্জে সম্প্রীতির ক্রিকেট

0
146

সীমানা নয়, সেতু হোক খেলার মাঠ! বিশ্ব অভিভাবক দিবসে কুমারগঞ্জে সম্প্রীতির ক্রিকেট

বালুরঘাট, ১ জুন —– যেখানে সীমানা বিভাজন করে দেশ, সেখানেই খেলার মাঠ মিলনের সেতু গড়ে তোলে। বিশ্ব অভিভাবক দিবসে ঠিক তেমনই এক ব্যতিক্রমী বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ সীমান্তে অনুষ্ঠিত হল সম্প্রীতির ক্রিকেট ম্যাচ। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব। লক্ষ্য—শিশু-কিশোরদের মোবাইল বন্দি জীবন থেকে মুক্ত করে ফের মাঠে ফেরানো।

ফকিরগঞ্জ বেসিক স্কুল মাঠে তিন ম্যাচের এই সিরিজে মুখোমুখি হয় আয়োজক দল ও বালুরঘাট ক্রিকেটার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দুটি ম্যাচে জিতে সিরিজ নিজের করে নেয় বালুরঘাট ক্রিকেটার্স। তবে জয়-পরাজয়ের ঊর্ধ্বে এই ম্যাচ হয়ে উঠল মিলনের প্রতীক।

উপস্থিত ছিলেন এলাকার দুই সমাজসেবী ধীরাজ অধিকারী ও মফিজুদ্দিন মিঞা। দু’জনেই এই উদ্যোগকে স্বাদুবাদ জানাবার পাশাপাশি ‘নতুন প্রজন্মকে সুস্থ অভিমুখে ফিরিয়ে আনার নিরব বিপ্লব’ বলে ব্যাখ্যা করেন। তাঁদের মতে, “বিশ্ব অভিভাবক দিবসের তাৎপর্য এভাবেই বাস্তব হয়ে ওঠে—যেখানে ভবিষ্যৎ প্রজন্ম পায় দিশা।”

ক্লাবের সম্পাদক সাহেনশা মোল্লার কথায়, “মোবাইলের পর্দায় আটকে যাচ্ছে শৈশব। মাঠই একমাত্র মুক্তির পথ। এই সম্প্রীতির ম্যাচ সেই পথ দেখাতেই আয়োজন করেছি।”

শুধু খেলা নয়, এ ছিল এক সাংস্কৃতিক সংলাপ, যা শিশুদের হাতে তুলে দিল ব্যাট-বলের বদলে স্বপ্নের ব্যাটন। আর কুমারগঞ্জের সীমান্তে উঠল একটাই আওয়াজ—মাঠে ফিরুক শৈশব, মিলনে গাঁথা হোক সীমান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here