সি বি এস সি বোর্ডে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে গঙ্গারামপুরের চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল, সাধুবাদ জানিয়েছেন সকলেই গঙ্গারামপুর ১৪মে দক্ষিণ দিনাজপুর।সি বি এস সি বোর্ডে উল্লেখ্যযোগ্য সাফল্য পেল

0
3732

সি বি এস সি বোর্ডে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে গঙ্গারামপুরের চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল, সাধুবাদ জানিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ১৪মে দক্ষিণ দিনাজপুর।   সি বি এস সি বোর্ডে উল্লেখ্যযোগ্য সাফল্য পেল গঙ্গারামপুরের একটি নামকরা স্কুল। এবছর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের মধ্যে নাম করা সি বি এস সি বোর্ড দ্বারা পরিচালিত স্কুল গুলির মধ্যে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের ৩৫জন ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়েছিল, তাঁর মধ্যে সকলেই পাশ করেছে ভালো নম্বর নিয়ে। উল্লেখযোগ্যভাবে ৯৬% নম্বর পেয়ে ময়ুক সরকার স্কুলের মধ্যে প্রথম তথা জেলার মধ্যে উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছে অর্ণব আচার্য ৯৪% নম্বর পেয়ে। চিকিৎসক ও বিজ্ঞানি হবে দুজন বলে তারা জানালেন। এমন সাফল্যে খুশি সকলেই। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রিন্সিপালেরা সি বি এস সি বোর্ডে ছাত্র ছাত্রীদের ভর্তি করানোর কথা বলেন। সি বি এস সি বোর্ড দ্বারা পরিচালিত চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের এমন সাফল্যে সকলেই খুশি হয়েছেন। ১৯৯৫সালে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর শহরের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে ইংলিশ মাধ্যম স্কুলটি তৈরি করেন শহরের শিববাড়ি এলাকার রোড় ১৪নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পল্লী এলাকায়। প্রথমে মাত্র অল্প কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে পথচলা শুরু হয়।২০১৭সালে সি বি এস সি বোর্ডে অন্তভুক্ত হয় বলে স্কুল সূত্রে যানা গেছে। বর্তমানে ৩৫০জন ছাত্র ছাত্রীর জন্য ২৩জন উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এবছর সি বি এস সি বোর্ডের তরফে ২০২৩ সালে চিত্তরঞ্জনের নামে ইংলিশ মাধ্যম স্কুলের ৩৫জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাঁর জন্য ৩৫ জনই বেশ ভালো নম্বর নিয়ে পাশ করেছে। স্কুলের মধ্যে ৯৬% নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম তথা জেলার মধ্যে ভালো রেজাল্ট করেছে গঙ্গারামপুরের কালদিঘী এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক জয়ন্ত সরকার,মা সেবিকা স্মৃতীকনা কুন্ডু(সরকার) সরকারের এক মাত্র ছেলে ময়ুক সরকার।সারা দিন তথেকে ৪ঘন্টা পড়াশুনা করতে। আট করতে ভালো বাসত। ভবিষ্যৎ চিকিৎসক হয়ে সমাজের সেবা করাবেন বলে জানান। ৯৪% নম্বর পেয়ে সি বি এস সি বোর্ডে যা গঙ্গারামপুর তথা জেলার মধ্যে অন্যতম রেজাল্ট বলে যানা গিয়েছে।তপনের বাসিন্দা ওই কৃতী ছাত্র অর্ণব জানালেন, ভবিষৎ বিজ্ঞানি হতে চাই সে। এদিন স্কুলের তরফে মাধ্যমিকে কৃতীদের হাতে মার্কসিট ও তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের ফুলের তোড়া দিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সন্মান জানান এবছরের মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের। সেখানে ক্লাবের এক প্রতিষ্টানা প্রাক্তন সম্পাদক পরেশ সরকারও এমন অনুষ্টানে হাজির হয়েছিলেন।
চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রন্সিপাল সুভাষ চন্দ্র সাহা জানিয়েছেন, সি বি এস সি বোর্ডে যে ছাত্র ছাত্রীরা ভালো রেজেন্ট করতে তা আমরা প্রমান করলাম। এই স্কুলে ছাত্র ছাত্রীদের ভবিষৎ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই কাজ করে যাচ্ছি।
চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক গৌতম ঘোষ, চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজার দুলাল ঘোষ,ও চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের সভাপতি সনদ দত্তরা জানিয়েছেন,মালদা মাটিং, টেকনো বালুরঘাট,আত্রেয়ী বালুরঘাট,সহ বাকি সি বি এস সি পরিচালিত স্কুলগুলি রয়েছে তাঁদের মধ্যে আমাদের চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলগুলোর তুলনায় বেশ ভালো রেজাল্ট করেছে।৩৫জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সকলেই পাশ করেছে। আগামীতে আমরা উচ্চ মাধ্যমিক স্কুল আমাদের প্রতিষ্ঠানে চালু করতে যাচ্ছি। এবছরের রেজাল্টে আমরা দারুন খুশি৷সকলকেই বলব এই বোর্ডে আপনাদের ছেলেমেয়েকে ভর্তি করান।
সি বি এস সি বোর্ডে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে ৯৬% নম্বর পাওয়া মাধ্যমিক কৃতী ছাত্র ময়ুক সরকার ও ৯৪% নম্বর পাওয়া চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমিক কৃতী ছাত্র অর্ণব আচার্যরা জানিয়েছেন, কয়েকঘন্টা পড়াশুনা করত সে, আট করার নেশা ছিল। ভবিষ্যৎ চিকিৎসক হয়ে সমাজের সেবা করাবেন বলে ময়ুক জানিয়েছে। অর্ণব অবশ্য জানিয়েছে সে ভবিষ্যৎ বিজ্ঞানিন হতে চাই। এই সাফ্যলের পিছনে সকলের অবদান রয়েছে। চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতী ছাত্রের বাবা পেশায় শিক্ষক জয়ন্ত সরকার জানিয়েছেন,এমন সাফল্যে আমরা দারুন খুশি। ধন্যবাদ জানাই চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলকে ও সি বি এস সি বোর্ডকেও। সকলেই এখানে ভর্তি করুক সেটা আমি বলব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here