সিভিক-পুলিশের নজরদারিতে ঢিল!

0
177

সিভিক-পুলিশের নজরদারিতে ঢিল! গোপালগঞ্জে একই রাতে ব্যাঙ্ক ও ডাকঘরে চোরের তাণ্ডব, আতঙ্কে কুমারগঞ্জ

কুমারগঞ্জ, ১৭ জুলাই ——–রাতের অন্ধকারে কুমারগঞ্জের গোপালগঞ্জ যেন চোরের আখড়া! সিভিক ভলান্টিয়ারদের পাহারা আর পুলিশের টহল—সবই যেন হাস্যকর প্রহসন। কারণ, এক রাতেই একই বিল্ডিংয়ে থাকা সরকারি ব্যাঙ্ক ও পোস্ট অফিসে পরপর চুরির চেষ্টা! বৃহস্পতিবার সকালে দুই অফিস খুলতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ব্যাঙ্ক ও পোস্ট অফিস—দুটিরই জানালার গ্রিল কাটা, ভিতরে তছনছ চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে নথিপত্র। পোস্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হলেও, ব্যাঙ্ক-ডাকঘর—কোনোটিরই ভল্ট ভাঙতে পারেনি চোরের দল। অর্থাৎ বড়সড় চুরির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই প্রতিষ্ঠান।

পোস্ট অফিসের কর্মী পরিমল চট্টোপাধ্যায়ের কথায়, “সকালে এসে দেখি অফিস লণ্ডভণ্ড। জানালার গ্রিল ভাঙা। তবে কপাল ভালো, ভল্ট ও ক্যাশ সুরক্ষিত।” ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ বিষয়ে মুখে কুলুপ আঁটলেও, পুলিশি সূত্র বলছে, আপাতত বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দা শেখর রায়ের ক্ষোভ, “দিনভর এলাকায় সিভিক ঘোরাঘুরি করলেও রাতে তাদের দেখা যায় না। এত বড় সাহসিকতার সঙ্গে একই রাতে দুটি জায়গায় চুরির চেষ্টা, এতে আতঙ্কে রাত কাটছে।”

ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই পরিকল্পিত হামলার পিছনে রয়েছে, জানতে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।

তবে একই রাতে সরকারি ব্যাঙ্ক ও ডাকঘরে চোরের তাণ্ডবের পর ফের একবার কুমারগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ে উঠল বড় প্রশ্ন। নিরাপত্তার এত গলদ কেন—সেই প্রশ্নেই ফুঁসছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here