শীতল চক্রবর্তী ,তপন,দক্ষিণ দিনাজপুর,৩০মে:– করোনা অতিমারির মধ্যে রাস্তায় নেমে ডিউটি করা সিভিক কর্মীদের মধ্যে মাক্স, স্যানিটাইজার বিলি করলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু সিভিক কর্মীদেরই নয় তপন থানার বিভিন্ন এলাকায় পৌঁছে সাধারন মানুষদের মধ্যে করোনা অতিমারির নিয়ে সচেতনা করার পাশাপাশি গ্রামের মানুষদের হতেও সাবান, মাক্স ও স্যানিটাইজার বিলি করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থা টি। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার লিলি ফাউন্ডেশন নামক ওই স্বেচ্ছাসেবী সংস্থা টি তপন থানার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সামগ্রী বিলি করেন। যা পেয়ে খুশি প্রাপকরা।
লিলি ফাউন্ডেশন নামক এই সংস্থাটি 2001 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণবঙ্গের বহু মানুষ এই ফাউন্ডেশন এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি সংস্থার কর্মকর্তাদের। লিলি ফাউন্ডেশন এর শাখা সংগঠন বহু বছর ধরেই বালুরঘাটের বাসিন্দা পিয়ালী চক্রবর্তী হাত ধরে চলে আসছে। বিগত দিনে বহু সমাজসেবা মূলক কাজ এই সংস্থার মাধ্যমে হয়েছে, সেটা বিগত দিনের বন্যায় হোক বা বর্তমানে করোনা অতিমারির মত পরিস্থিতিই হোক না কেন।

বর্তমানে করোনার পরিস্থিতি ওপর নজর রেখে রবিবার সকাল থেকে তপন প্রথমে থানার সিভিক কর্মী মধ্যে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করেন লিলি ফাউন্ডেশন বালুরঘাট শাখা সংগঠন এর দায়িত্বপ্রাপ্ত পিয়ালী চক্রবর্তী। এরপরে তপন থানার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে করোনা পরিস্থিতি সাবধানতা অবলম্বন এর জন্য মানুষকে সচেতন করে গ্রামবাসীদের মধ্যেও সাবান, মাক্স, স্যানিটাইজার বিলি করেন।
এ বিষয়ে লিলি ফাউন্ডেশনের বালুরঘাট শাখা সংগঠন এর দায়িত্বপ্রাপ্ত পিয়ালী চক্রবর্তী জানিয়েছেন, করোনা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে সিভিক কর্মীরা রাস্তায় নেমে কাজ করে চলেছে, তাই তাদের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হল। এছাড়াও তপনের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষজনের হাতে সাবানসহ মাক্স ,স্যানিটাইজার বিলি করা হলো লিলি ফাউন্ডেশন এর তরফ থেকে।

লিলি ফাউন্ডেশন থেকে সামগ্রী গুলি পেয়ে খুশি পাপকেরা।