সিপিআইএমের গণসংগঠনের বিক্ষোভ

0
28

সিপিআইএমের গণসংগঠনের বিক্ষোভ
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫ নভেম্বর :-কেন্দ্রীয় সরকারের আনা শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড প্রত্যাহারের দাবিতে CITU(সিটু), সারাভারত কৃষকসভা, সারাভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবি ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া জালালপুর মুক্তা ইট ভাটায় এই আইনের কপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।সঙ্গে এবিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা । উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অনুপ দেব, উমা পন্ডিত, কৃষক নেতা মনীন্দ্র নাথ সরকার, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক সুবীর কুমার দাস,গণ আন্দোলনের নেতা সুশান্ত বিশ্বাস, অনিমা ঘোষ,অসিত সরকার সহ অন্যান্য নেতৃত্ব ।
এই কর্মসূচি প্রসঙ্গে সারাভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবি ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সুবীর কুমার দাস জানান,”আমাদের প্রধানমন্ত্রী তার বন্ধু আদানি আম্বানিদের খুশি করতে শ্রমিকদের ৮ঘন্টার পরিবর্তে ১২ঘন্টা কাজ করতে বাধ্য করছেন।তার জন্য শ্রমিকরা অতিরিক্ত কোন মজুরি পাচ্ছেন না।শ্রমিকদের প্রতিবাদ করার আর কোন অধিকার থাকছে না। কেন্দ্র সরকার নতুন শ্রম কোড লাগু করার চেষ্টা করছে।তাতে গরিব শ্রমজীবী মানুষের দুর্দশা আরো বাড়বে।তাই শ্রমজীবী সাধারণ মানুষদের স্বার্থে এই শ্রম কোড বাতিলের দাবিতে আমরা আজকে কর্মসূচি পালন করলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here