কোচবিহার:-সিতাই গুলির ঘটনা নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে কোচবিহার জেলা পুলিশের এডিশনাল এসপি কুমার শনি রাজ জানান সীমান্তের দুই পাশ থেকে গরু পাচার করার চেষ্টা করা হচ্ছিল । বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যেখানে প্রায় 40 থেকে 50 জনের দল ছিল। সেই সময় বিএসএফ তাদের আখ্যা দিয়েছেন কে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বিএসএফ গুলি চালায় । তবে দুজন যে বাংলাদেশি রয়েছেন তাদের পরিচয় জানা যায়নি এখনো কোনো রকম। ঘটনাস্থল থেকে গরু সহ বেশকিছু ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে । এছাড়া একজন বিএসএফ যাওয়া না আমাদের রয়েছে যার হাতে চোট রয়েছে।
Home বাংলা উত্তর বাংলা সিতাই গুলির ঘটনা নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে...