সিএএর বিপক্ষেই রায় দেবে মানুষ! বালুরঘাটে বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার মিছিল থেকে বিজেপি সরকারের নিপাত যাবার ডাক তৃণমূলের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ মার্চ ——- সিএএর বিপক্ষেই রায় দেবে মানুষ! বালুরঘাটে বিপ্লব মিত্রের সমর্থনে মিছিল করে দাবি তৃণমূল নেতৃত্বর। মঙ্গলবার বিকেলে রীতিমতো বাজি ফাটিয়ে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে একটি সুসজ্জিত মিছিল বের করে তৃণমূল নেতৃত্বরা। যেখানে জেলা ও শহর নেতৃত্বরা ছাড়াও হাজির ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। ব্রিগেডের সমাবেশ থেকে বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হবার পর জেলাজুড়ে শুরু হয় বিপ্লব মিত্রের সমর্থনে দেওয়াল লিখনের কাজ। এবারে সেই মাত্রাকে আরো বাড়িয়ে তুলতে বেশ কয়েক জোড়া ঢাকি নিয়ে এদিন সুসজ্জিত প্রচার মিছিল বের করে তৃণমূল নেতৃত্বরা। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া যে মিছিলটি পরিক্রমা করে গোটা বালুরঘাট শহর। যে মিছিল থেকেই এদিন সিএএর বিরোধীতা করে বিজেপি সরকারের নিপাত যাবার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্বরা।
জেলা তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, সিএএর বিপক্ষেই এবার রায় দেবে বাংলার মানুষ। বিজেপিকে ছুড়ে ফেলে দেবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষও। যে কারণে তাদের প্রার্থী বিপ্লব মিত্রের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।