সিঁদুর রাঙা প্রতিশোধ! সেনার গর্জনে কাঁপল সীমান্ত, বালুরঘাটে বিজয়বন্দনা
বালুরঘাট, ৭ মে —– রক্তের দাম রক্তই দেয়। পেহেলগাঁও-র কাপুরুষোচিত হামলার পর ভারতীয় সেনা যেন হয়ে উঠল অগ্নিস্বরূপ। ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে গভীর রাতে প্রায় ১০০ কিলোমিটার ঢুকে পাকিস্তান অধিকৃত এলাকায় তাণ্ডব চালাল তারা। ধ্বংস হল একের পর এক জঙ্গি ঘাঁটি। নিঃশব্দে ঢুকে বজ্রের মতো আঘাত—এ ছিল প্রতিশোধ নয়, প্রায়শ্চিত্ত।
সেই বিজয়গাথার প্রতিধ্বনি বুধবার সকালেই ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের বুকে। জাতীয় পতাকা হাতে শহরের পথ ধরে এগিয়ে চলে শত শত মানুষ। মুখে “ভারত মাতা কি জয়”, হাতে মিষ্টির হাঁড়ি, চোখে তৃপ্তির অশ্রু। বালুরঘাট হয়ে ওঠে যেন সীমান্তের এক প্রান্তিক রণক্ষেত্র—যেখানে যুদ্ধ নয়, জয় উদ্যাপন চলে।
“এটাই আমাদের ভারত”, বলেন এক প্রবীণ শিক্ষক, “যেখানে চোখে চোখ রেখে জবাব দেওয়ার সাহস আজ বাস্তব।” কারও কণ্ঠে আকুল আহ্বান—“আরও চাই, যতক্ষণ না শেষ হচ্ছে জঙ্গিদের শেষ নিশ্বাস।”
এই দিন শুধু সেনার নয়, এই দিন ভারতমাতার গর্বের দিন। আর বালুরঘাট, আজ দাঁড়িয়ে সেই ইতিহাসের সাক্ষী হয়ে।