সাসপেন্ড ও শোকজ করেও দক্ষিণ দিনাজপুরে বন্ধ হয়নি সারের কালোবাজারি। নাজেহাল কৃষক, উদ্বিগ্ন কৃষি দপ্তর

0
367

সাসপেন্ড ও শোকজ করেও দক্ষিণ দিনাজপুরে বন্ধ হয়নি সারের কালোবাজারি। নাজেহাল কৃষক, উদ্বিগ্ন কৃষি দপ্তর।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ নভেম্বর ———– সাসপেন্ড ও শোকজ করেও দক্ষিণ দিনাজপুরে বন্ধ হয়নি সারের কালোবাজারি। নাজেহাল কৃষকরা। উদ্বিগ্ন প্রশাসন। বৃহস্পতিবার হিলিতে কালোবাজারির অভিযোগে ফের এক সার ব্যবসায়ীকে শোকজ করতেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় সীমান্ত শহরে। যদিও এই ঘটনাকে তেমন বাড়তি গুরুত্ব দিতে চায়নি জেলা কৃষি দপ্তর। এদিকে জমির ফসল ঘরে উঠতেই ফের জেলায় অতি সক্রিয় হয়ে উঠেছে সারের কালোবাজারিদের দৌরাত্ম্য বলে অভিযোগ তুলেছে কৃষকেরা। যা নিয়ে প্রশাসনিক উদাসীনতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। তাদের অভিযোগ, সার বিক্রেতাদের দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনকে জানালেই কোন কর্নপাতই করেন না তারা।

চাষের মরশুম শুরু হতেই ফের দক্ষিণ দিনাজপুরে মাথাচাড়া দিয়ে উঠেছে সারের কালোবাজারি। যা নিয়ে একপ্রকার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে দেদার কারবার। সরকারের বেধে দেওয়া নির্ধারিত দামের থেকে প্রতি প্যাকেটে প্রায় ৫০০ টাকা করে বেশি আদায় করে কৃষকদের পকেট কাটছে অসাধু কারবারীরা। জেলাজুড়ে সর্বত্র এই অব্যবস্থা চললেও তেমন কোন ভ্রুক্ষেপই নেই প্রশাসনের বলে অভিযোগ কৃষকদের। যদিও কৃষকদের তোলা এই অভিযোগ মানতে নারাজ জেলা কৃষিদপ্তর। পরিসংখ্যান তুলে ধরে তাদের দাবি দক্ষিণ দিনাজপুরে কালোবাজারির অভিযোগে ইতিমধ্যে ১১৫ জন সার ব্যবসায়ীকে সাসপেন্ড করা হয়েছে। শোকজ করা হয়েছে ২৫০ জন সার ব্যবসায়ীকে। শুধু তাই নয়, চাষের মরশুম শুরু হতেই বিভিন্ন এলাকায় কালোবাজারির বিরুদ্ধে নানা অভিযানও শুরু হয়েছে ইতিমধ্যে। এদিন সেই হিসাবেই হিলির এক সার ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে।

বিপুল দাস ও ক্ষুদিরাম সরকার নামে দুই কৃষক বলেন, সারের কালোবাজারি কোথাও বন্ধ হয়নি। চাষের মরশুম শুরু হতেই তা লাগামহীন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বস্তা প্রতি তাদের পাচশো টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। যা নিয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি।

কৃষিদপ্তরের ডেপুটি ডিরেক্টর প্রণব কুমার মুখোপাধ্যায় বলেন, সারের কালোবাজারি রুখতে তারা বদ্ধ পরিকর। এব্যাপারে নানা সচেতনতার পাশাপাশি কোন অভিযোগ পেলেই সেসব সার ব্যবসায়ীদের শোকজ ও সাসপেন্ড করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here