সারা বাংলার সঙ্গেই কালিয়াগঞ্জে পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পে বেশকিছু রাস্তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, দুপুরে নদীয়ার কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে ২০,০৩০ হাজার কিমি রাস্তার সূচনা করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতে রাস্তার সূচনা উপলক্ষে এদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভান্ডার অঞ্চলের বাঘন স্কুল মোড়ে রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, জেলাপরিষদের দুইজন কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা দেবশর্মা।
এছাড়াও পঞ্চায়েত প্রধান জীবেশ দেবশর্মা সহ ভান্ডার অঞ্চলের বেশকিছু পঞ্চায়েত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন, এদিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কালিয়াগঞ্জ ব্লকে ২.৩৪ কোটি টাকা ব্যায়ে পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পের অধিনে ১১ টি রাস্তার সূচনা হলো।



















