সারাভারত খেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার তৃতীয় জেলাস সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ

0
35

সারাভারত খেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার তৃতীয় জেলাস সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরের ফুলবাড়ী চৌপথিতে,কৃষক দের স্বার্থে একাধিক দাবি তুলে সংগঠনের নেতারা

শীতল চক্রবর্তী বালুরঘাট ১৬ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর।সারাভারত খেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ী চৌপথিতে। উপস্থিত সিপিএমের কৃষক সংগঠনের একাধিক নেতারা কৃষকদের স্বার্থে ১০০দিনের কাজপুনরায় চালু করতে হবে,৬০০ টাকা মজুরি দিতে হবে। এই দাবিতেই তাদের এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করা বলে জানা গিয়েছে।সেখানে সিপিএমের জেলা সম্পাদক সহ সারা ভারত খেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মত এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের তৃতীয় জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়িতে।সেখানে সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের জেলা সভাপতি, ক্ষেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের অন্যতম সদস্য মাজেদার রহমান,অন্যতম সদস্য সুবীর দাস,আরো অনেকেই উপস্থিত ছিলেন। সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা বলেন,”কৃষকদের জন্য আমরা রয়েছি।তাদের স্বার্থে সবসময় আমাদের সংগঠন কাজ করে যাবে।” সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের জেলা সভাপতি ও অন্যতম সদস্য মাজেদার রহমানেরা জানান,”গ্রামবাংলায় যেভাবে কৃষকদের বঞ্চনার মধ্যে ফেলে দিয়েছে সরকার। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা।১০০দিনের কাজ চালু ও মজুরি ৬০০টাকার দাবি জানানো হয়েছে।” সিপিএমের সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের গঙ্গারামপুরের ফুলবাড়িতে তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের রেকর্ড পরিবারে কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here