সারনা ধরম কোড দেবার দাবিতে কর্মী সভা করল জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান গঙ্গারামপুর শহরে গঙ্গারামপুর,৬ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর : সারনা ধরম কোড দেবার দাবিতে কর্মী সভা করল জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার বিকেলে সভার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে। এদিনের সভায় হাজির ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ সভাপতি মোহন হাসঁদা,জেলা আদিবাসী সেঙ্গেল অভিযানের সভাপতি পরিমল মার্ডি প্রমুখ। এদিন কর্মী সভা থেকে দাবি তোলেন আগামী ৭মার্চের মধ্যে সারনা ধরম কোড দিতে হবে। তাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কেন্দ্র সরকারকে আলোচনায় বসে সারনা ধর্মের কোড দেওয়া না হলে মার্চ মাসে পুনরায় তাঁরা লাগাতার আন্দোলনে নামবেন। আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জনের সভাপতি মোহন হাজদা জানিয়েছেন, দাবি আদায়ে আগেও আন্দোলনে করেছি ,প্রয়োজনের বৃহত্তর আন্দোলনের নামবো ৭ই জানুয়ারি থেকে। আদিবাসী সিঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মাড্ডি জানিয়েছেন,দাবি আদে নিয়ে জেলাতে আন্দোলন আরো তীব্র করা হবে। এদিন আদিবাসীদের এই আন্দোলনে কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সারনা ধরম কোড দেবার দাবিতে কর্মী সভা করল জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান...