শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৮ মার্চ দক্ষিণ দিনাজপুর:- জেলার মধ্যে উল্লেখযােগ্য সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করা হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে সবজি মার্কেটের উপরে অবস্থিত জেলার মধ্যে উল্লেখযােগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপােটার্স অ্যাসােসিয়েশনের তরফে কালীতলাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যে দিয়ে কোভিড বিধি মেনে এই দিনটি পালন করা হয়।সেখানে গঙ্গারামপুর থানার আইসি,বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ,কলেজের প্রাক্তন অধ্যপিকা,সংগঠনের জেলা সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন।অনুষ্টান দেখতে ভিড় হয়েছিল চোখে পরার মত।
২০১৫সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর থেকেই সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপােটার্স অ্যাসােসিয়েশনের সুচনা হয়।৩১ডিসেম্বর বেশ ঘটা করে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজী মার্কেটের দ্বিতলে এই ক্লাবের উদ্ধোধন করা হয়েছে।জেলার প্রায় ৪৫জনের বেশি দৈনিক বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি কবি সাহিত্যিক জেলার মধ্যে উল্লেখযােগ সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বলে খবর।যারা সাধারন মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে গিয়েছেন।
এদিন সাংবাদিকদের ক্লাবের তরফে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজী মার্কেটের অফিস ঘরের থাকলেও কালীতলাতে এবছর প্রথম সাংবাদিকের সংগঠন ক্লাবের বসন্ত উৎসব পালন করা হয়।অনুষ্টানে উপস্থিত গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু,গঙ্গারামপুর কলেজের প্রাক্তন অধ্যপিকা অশ্রুকর্ণা দত্ত,বঙ্গরত্র পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, সাংবাদিকদের ক্লাবের জেলা সম্পাদক সাংবাদিক শীতল চক্রবর্তী,সংগঠনের জেলা সভাপতি চয়ন হােড় ,ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব হালদার,অফিস সম্পাদক বাবাই সুত্রধর,ক্লাবের কোষাধক্ষ্য অমল দাস,ক্লাবের সহ সভাপতি নারায়ন বসাক,সাংবাদিক জয় সিংহ,রাজিবুল হক,কবি অজিত ঘােষ সহ বহু ব্যবসায়ী, শিক্ষক,থেকে শুরু করে বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন।ক্লাবের তরফে উপস্থিত বিশিষ্টজনেদের বরণ করে নেওয়া হয়।বরণ অনুস্টানের পরে উদ্ধোধনি সংগীত সহ সাংস্কৃতিক অনুষ্টান,নাচ, গান,কবিতা আবৃতি করা হয় বিভিন্ন শিল্পিদের দিয়ে।ক্লাবের তরফে বসন্ত উৎসবের জন্য একে অপরকে আবির দিয়ে রাঙ্গিয়ে তােলা হয়।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,সাংবাদিকদের সংগঠনের তরফে এমন অনুস্টানে আমাকে ডাকা হয়েছিল ,এখানে এসে আমার খুবই ভালাে লাগছে।তাছাড়া এই ক্লাবের সদস্যরা সব সময় মানুষজনদের পাশে থেকে কাজ করে যায়।কোভিড়ের সমস্ত নিয়ম মেনেই বিভিন্ন সময়ে তাঁরা বিভিন্ন ধরনের অনুষ্টান সারা বছর পালন করে থাকে।উদ্যাগতাদের ধন্যবাদ জানাই।
গঙ্গারামপুর কলেজের প্রাক্তন অধ্যপিকা অক্ষুকর্ণা দত্ত,বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকারেরা জানিয়েছেন এমন অনুষ্টানে আসতে পেরে ভালাে লাগছে।উৎসবে সকলের মন আনন্দে ভরে উঠুক সেই কামনা করি। সাংবাদিকদের ক্লাবের জেলা সভাপতি চয়ন হােড় ও সম্পাদক তথা সাংবাদিক শীতল চক্রবর্তী জানিয়েছেন,আমাদের সাংবাদিকদের ক্লাবের তরফে বিভিন্ন ধরনের অনুস্টানের আয়ােজন করা হয়ে থাকে। এবার কোভিড বিধি মেনে সকলকে মিলে বসন্ত উৎসবটি পালন করা হয়েছে।বসন্ত উৎসবে সকলের মন আনন্দে ভরে উঠুক সেই কামনা করি।
সাংবাদিকদের সংগঠনের তরফে কালীতলাতে এমন অনুষ্ঠান দেখতে ভিড় হয়েছিল চোখে পরার মত।