সাধুসন্তদের পদযাত্রা লক্ষ্য অযোধ্যার রামমন্দির

0
376

আলিপুরদুয়ার : সাধুসন্তদের পদযাত্রা।লক্ষ্য অযোধ্যার রামমন্দির।অসমের হোজাই লংকা থেকে পুজোপাঠ করে ২১ জন সাধুসন্ত পদযাত্রা করে আলিপুরদুয়ার পৌঁচ্ছেছেন।গত মাসের ১৭ নভেম্বর তাঁরা পদযাত্রা করে অসম থেকে রওনা দিয়েছেন।উদ্দেশ্য অযোধ্যায় রামমন্দির দর্শন।ভগবানকে দর্শন করতে তারা হেঁটেই রওনা দিয়েছেন এই সাধু মহারাজরা । অসম থেকে এই ২১ জন রওনা দিয়েছেন পায়ে হেঁটে।যদি তাদের সঙ্গে কেউ যেতে চান তবে তারা যেতে পারবেন।যে করেই হোক তাদের অযোধ্যা রামমন্দিরে পৌঁচ্ছতে হবে।আগামী জানুয়ারী মাসের মাঝামাঝি তারা অযোধ্যা পৌঁচ্ছে যাবেন বলে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here