সাধারণ মানুষ এবং গরীব মানুষদের জন্য মোদী সরকার নয়, রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মধ্যবিত্তদের পেটে লাথি মারছেন আর বড়লোকদের পকেট ভরছেন। বুধবার রায়গঞ্জে এক সাংগঠনিক সভায় যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

0
267

রায়গঞ্জ:-সাধারণ মানুষ এবং গরীব মানুষদের জন্য মোদী সরকার নয়, রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মধ্যবিত্তদের পেটে লাথি মারছেন আর বড়লোকদের পকেট ভরছেন। বুধবার রায়গঞ্জে এক সাংগঠনিক সভায় যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপির সি এ এ নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায় বিজেপি বড়লোকদের পকেট ভরার জন্যই ক্ষমতায় রয়েছে,উপেক্ষিত হচ্ছে সাধারণ গরীব মানুষের স্বার্থ। পাশাপাশি জ্বালানি সংকটের মুহুর্তে সাধারন মানুষের হয়রানী বন্ধে ব্যাটারি চালিত ও ইলেক্ট্রিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে বলেও জানান তিনি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম এও বলেন যে বিজেপি বিগত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের আগে সি এ এ নিয়ে অনেক কিছুই বলেছিল। এরাজ্যে সি এ এ হবেনা বলে দাবি করেন তিনি। ফিরহাদ হাকিম বিজেপির সি এ এ’র প্রসঙ্গে কটাক্ষ করে বলেন বাংলার প্রতিটি মানুষই ভারতের নাগরিক, তাই নতুন করে লালিপপ দেখিয়ে লাভ নেই। বুধবার রায়গঞ্জের বিধানমঞ্চে বিধায়ক কৃষ্ণ কল্যানীর আহ্বানে এক সাংগঠনিক সভায় যোগ দিতে আসেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here