সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুরে ফুলবাড়ীতে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র দান করা হলো। এমন সাহায্য পেয়ে খুশি হয়েছেন সকলেই।

0
490

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 26 শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর.. সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে একটি ফেয়ার প্রিস শপ এর তরফে গরিব মানুষ জনদের মধ্যে শীতবস্ত্র দান করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ীতে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড শেয়ার প্রাইস অফ তরফে ফুলবাড়ীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ মানুষদের হাতের শীত বস্ত তুলে দেন সংস্থার কর্ণধার সহ বিশিষ্টজনেরা।এমন শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছে ওই এলাকার দুস্থ মানুজনেরা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এমন কাজ তারা বিভিন্ন জায়গায় সারা বছর ধরে করে যাবেন।

গঙ্গারামপুরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা আব্দুস সাদেক সরকার সাধারণ মানুষজনের কথা মাথায় রেখে জেলার মধ্যে বিভিন্ন জায়গাতে ফেয়ার ফাইলস উদ্বোধন করেছেন। সাধারন মানের জন্য সুবিধা পাইয়ে দিতে তিনি বহু নামকরা প্রোডাক্ট গুলি যা সাধারণ মানুষজনের যেন অর্ধেক দামে নিতে পারে তার জন্য তিনি এমন পরিকল্পনা নিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই তপনের ভিকাহার,কুমারগঞ্জ, গঙ্গারামপুর ফুলবাড়ি সহ বেশ কয়েকটি জায়গাতে তার সাধারন মানুষদের জন্য পরিষেবা চালু করে দিয়েছে।


মঙ্গলবার ফুলবাড়ীতে সাদেক বাবুর ফেয়ার প্রাইস কসমেটিকস সফের ফুলবাড়ী অফিস থেকেই 72 তম সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। সেখানে সংস্থার কর্ণধর ছাড়াও সস্তা ডিরেক্টার সহ একাধিক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ফুলবাড়িসহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের পায় তিনশ’র বেশি দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন আব্দুস সাদেক সরকার সহ বিশিষ্টজনেরা এদিন আব্দুস বাবু জানালেন, সংস্থার তরফে এমন কসমেটিক ফেয়ার প্রাইস এর জিনিস কিনে সাধারণ মানুষেরা যেমন উপকৃত হবেন তেমনি আমাদের সংস্থার তরফে দুঃস্থ মানুষদের জন্য এমন কাজ সারা বছর ধরে বিভিন্ন জায়গায় করে যাবো।আগামী দিনে এই কসমেটিক ফেয়ার সপ রাজ্য থেকে দেশেও ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস।
সংস্থার তরফে এমন শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষজনেরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here