সাত হাজারে সংসার চলে না! বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি, অচল বালুরঘাট এনবিএসটিসি ডিপো

0
38

বালুরঘাট, ২৮ জানুয়ারী — বেতন বৃদ্ধির দাবিতে টানা সাতদিন ধরে কাজ বন্ধ করে আন্দোলনে নামলেন বালুরঘাট এনবিএসটিসি ডিপোর ২৬ জন অস্থায়ী কর্মী। ফলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই ডিপোতে তৈরি হয়েছে আংশিক অচলাবস্থা। নিউ হক এজেন্সির মাধ্যমে নিযুক্ত এই কর্মীরা দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।
বিক্ষোভকারীদের দাবি, বডি মেকানিক, ইলেকট্রিক মেকানিক, ওয়াশিং ও টায়ার মেকানিক মিলিয়ে মোট ২৬ জন কর্মীর মাসিক আয় মাত্র সাত থেকে দশ হাজার টাকার মধ্যে। বর্তমান বাজারদরে এই টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। গত তিন বছর ধরে একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির আবেদন জানালেও কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ।
আন্দোলনকারী অভিজিৎ ঘোষ জানান, “বছরের পর বছর পরিশ্রম করেও ন্যূনতম জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়েই কাজ বন্ধ করে আন্দোলনের পথে নেমেছি।”
কবে সমস্যার সমাধান হবে, তা নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here