সাত সকালে হাতির হানায় মৃত্যু হয়েছে এক চা শ্রমিকের

0
569

আলিপুরদুয়ার :সাত সকালে হাতির হানায় মৃত্যু হয়েছে এক চা শ্রমিকের।দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটের হান্টাপাড়া চা বাগানে।মৃত ওই চা শ্রমিকের নাম কান্ডে মুন্ডা।সকালে বাগানের কাজে যোগ দিয়ে ওই চা শ্রমিক যখন হান্টাপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে চা গাছ পরিচর্যার কাজ করছিলেন তখন প্রবল কুয়াশার মধ্যে ওই চা শ্রমিককে আচমকাই পেছন থেকে একটি বুনো হাতি আক্রমণ করে বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় কান্ডে মুন্ডাকে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।ঘটনাস্থলে রয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।বনদপ্তরের তরফে মৃতের পরিবারটিকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here