সাত দফা দাবি তুলে ইলেকট্রিক দপ্তরে ডেফিনেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে।
পশ্চিমবাংলায় লাগাতার বিদ্যুতের বিল বৃদ্ধি ও গ্রাহকদের অন্যায় ভাবে অতিরিক্ত বিল আদায় এর দাবি তুলে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা সহ বুনিয়াদপুর ইলেকট্রিক অফিসে ডেপুটেশন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে।
লাগাতার বিদ্যুতের বিল বৃদ্ধি ও গ্রাহকদের অন্যায় ভাবে অতিরিক্ত বিল আদায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ সাত দফা দাবির প্রতিবাদে সোমবার বুনিয়াদপুর ইলেকট্রিক দপ্তরের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করা হয়। এই ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ইলেকট্রিক দপ্তরে করা হয়। এদিন দুপুরে বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বুনিয়াদপুর ইলেকট্রিক দপ্তরে গিয়ে পৌঁছায়। ইলেকট্রিক দপ্তরের আধিকারিকদের ৭ দফা দাবির কথা তুলে ধরেন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। বিজেপির ৭ দফা দাবি হল ১) অতিরিক্ত বিদ্যুতের মাসুল অবিলম্বে কমাতে হবে। ২) গ্রাহকদের নতুন বিদ্যুতের সংযোগের ক্ষেত্রে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ৩) গ্রাহকদের stop মিটার এর নামে অতিরিক্ত বিদ্যুতের বিল নেওয়া অবিলম্বে বন্ধ করতে হব। ৪) কৃষকদের মার্শাল কারণে-অকারণে বিদ্যুত বিচ্ছিন্ন করে অতিরিক্ত বিদ্যুতের বিল নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ৫) গ্রামীণ ক্ষেত্রে কারণে-অকারণে লোডশেডিং করা যাবে না তা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬) ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুতের বিল নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। (৭) প্রতি মাসের বিল প্রতি মাসে নিতে হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মণ্ডলের সভাপতি দিপেষ বসাক, জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার সহ বংশীহারী ব্লকের অন্যান্য বিজেপি ও যুব মোর্চার নেতৃত্বরা।
এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার জানিয়েছেন আজকে আমরা ৭ দফা দাবি তুলে বুনিয়াদপুর ইলেকট্রিক দপ্তরে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। বুনিয়াদপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত জায়গায় এই কর্মসূচি করা হচ্ছে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।