
মালদা:—-সাতসকালে স্কুল থেকে মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ। টোটো আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আহ্লাদমনি গার্লস হাইস্কুলে। স্থানীয়দের অভিযোগ মাঝেমাঝেই এই স্কুল থেকে মিড ডে মিলের চাল পাচার করা হয়। আজ হাতেনাতে তা তারা ধরে ফেলেছেন। যদিও স্কুলের যে কর্মীর বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ তিনি তা অস্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের সভাপতি।