শিলিগুড়ি:-
সাতসকালে ফুলবাড়ীতে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। একই এলাকা থেকে পরপর দুই দিনে দুটো মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।বৃহস্পতিবার ফুলবাড়ী বাজার এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ও শুক্রবার সকালে ফুলবাড়ী আমাই দিঘি এলাকা থেকে আরো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের
এনজেপি থানার
পুলিশ।স্থানীয়দের বক্তব্য মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ছিলেন সে ব্যক্তি।দীর্ঘদিন ধরে ফুলবাড়ী এলাকায় ঘোরাফেরা করতেন আজ সকালেই রাস্তার পাশেই তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে কি কারণে মৃত্যু হলো তা জানা যায়নি।ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।