সাতদিন পেরিয়ে গেলেও ‘ইনজেকশন কাণ্ড’-এর রহস্য অধরা!

0
115

সাতদিন পেরিয়ে গেলেও ‘ইনজেকশন কাণ্ড’-এর রহস্য অধরা! সুস্থ আট প্রসূতি, কিন্তু উত্তর নেই—কেন একসঙ্গে অসুস্থ হয়েছিলেন তাঁরা?

বালুরঘাট, ২৪ জুলাই ——- সপ্তাহ পেরিয়ে গেল, হাসপাতালের সিসিইউ থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন আট প্রসূতি। কিন্তু তাঁদের শরীরে হঠাৎ ছড়িয়ে পড়া রহস্যজনক অসুস্থতার আসল কারণ কী? জবাব মেলেনি এখনো। জেলাজুড়ে আতঙ্ক, প্রশ্নের মুখে জেলা স্বাস্থ্য দপ্তর।

গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সন্তান প্রসবের পর সুষমিতা রায় বর্মন নামে এক মহিলার রহস্যমৃত্যুর পরেই, একে একে এক ইনজেকশন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আট প্রসূতি। মুহূর্তে বদলে যায় হাসপাতালের চিত্র। হু হু করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শ্বাসকষ্ট, জ্বর, অচৈতন্য অবস্থায় সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁদের। তারপর থেকে এই কাণ্ড ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন—ভুল ইনজেকশন? না কি হাসপাতালেই ছড়িয়েছিল কোনও ভয়াবহ সংক্রমণ?

বৃহস্পতিবার তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও মুখে কুলুপ এঁটেছে স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস বলছেন, “অসুস্থদের বুধবার সিসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও সংক্রমণজনিত সমস্যা। তবে রিপোর্ট আসার পরেই নিশ্চিতভাবে বলা যাবে।” তাঁর কথায়, “এই ঘটনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোই ভালো। এরপরেও বহু প্রসূতি ভর্তি হয়েছেন, তাঁদের চিকিৎসাও হয়েছে সঠিক নিয়মে।”

কিন্তু এতেই কি ধোপে টিকছে জবাব? রোগীদের পরিবার বলছেন, “সুস্থ হয়ে ফিরল ঠিকই, কিন্তু কেন অসুস্থ হয়েছিল—তা তো জানতেই পারিনি!” তাঁদের অভিযোগ, “স্বাস্থ্য দপ্তর কি আসল সত্যি আড়াল করছে?” জেলার চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।

এই কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল। কেউ বলছেন ‘জাল ইনজেকশন কাণ্ড’, কেউ আবার স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলছেন সরাসরি। রাজ্য স্বাস্থ্য দপ্তরও নজর রেখেছে গোটা ঘটনার ওপর।

তবে সপ্তাহ কেটে গেলেও নেই কোনও নির্ভরযোগ্য মেডিকেল ব্যাখ্যা। প্রশ্ন উঠছে—এই ধরণের ঘটনা কি আবারও ঘটতে পারে? স্বাস্থ্য দপ্তরের নিশ্চুপতা যেন আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। আটজন এখন বাড়ি ফিরলেও, তাঁদের পরিবারের প্রশ্ন—“আজ যারা ফিরল, কাল তাদের জায়গায় অন্য কেউ হবে না তো?” উত্তর চায় গোটা দক্ষিণ দিনাজপুর। উত্তর চায় গোটা রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here