সাইলোর শুরুতেই বিপর্যয়! রেক ঢুকতেই ভেঙে বসে গেল রেললাইন, শ্রমিক-ট্রাক মালিকের ক্ষোভে ফুঁসছে বালুরঘাট
বালুরঘাট, ১৭ জুলাই—– বালুরঘাটে বহু প্রত্যাশিত সাইলো গোডাউনের উদ্বোধনের কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই পরিকাঠামো ভেঙে পড়ার ছবি। পাঞ্জাব থেকে গম বোঝাই ট্রেন ঢুকতেই রেললাইন বসে ভেঙে পড়ল। রাস্তার বেহাল দশায় কাদা-জলে আটকে পড়ছে একের পর এক মালবোঝাই লরি। শ্রমিক থেকে শুরু করে ট্রাক মালিক, সকলে ক্ষোভে ফুঁসছেন। আশঙ্কা করছেন দুর্ঘটনারও। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এত বড় প্রকল্পের পরিকাঠামো মজবুত না করে কী করে শুরু হল কাজ?
২৫ শে জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এফসিআই ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে গড়ে ওঠা বালুরঘাটের সাইলো গোডাউনের কাজ। পরিকল্পনা, প্রায় ৫০ হাজার মেট্রিক টন গম তিনটি সাইলোয় মজুত রাখা। হায়দ্রাবাদের এক সংস্থার তত্ত্বাবধানে ৩০ বছরের লিজে এই প্রকল্প। অথচ শুরুর দিন থেকেই ত্রুটি।
বৃহস্পতিবার মালবোঝাই রেক ঢুকতেই চাপে বসে গিয়ে ভেঙে যায় রেললাইন। আশঙ্কায় কাজ ফেলে সরতে শুরু করেন শ্রমিকরা। একই সঙ্গে বৃষ্টিতে কাদা-জলে পরিণত গোডাউন চত্বর। মালবোঝাই লরি একের পর এক কাদায় আটকে পড়ছে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন লরি মালিকরা। তাদের দাবি সাইলোর রেক পয়েন্টের পরিকাঠামো ঠিক না হবার কারনে গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছেন তারা।
বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গৌতম বসাক বলেন, ‘‘সাইলোর ভেতরে রেক পয়েন্টের পরিকাঠামো ঠিক না করেই তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছে। রাস্তা ঠিক না থাকায় মালবোঝাই প্রত্যেকটি লরি কাদায় ফেসে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। লালমাটি থাকার কারনে রেকের রেললাইন বসে গিয়ে ভেঙে গিয়েছে। যেকোন মুহুর্তে সেই রেক উলটে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।যা নিয়ে আতঙ্কিয় শ্রমিকরাও। এক শ্রমিকের কথায়, ‘‘কাজ করতে ভয় লাগছে। লাইন যদি এভাবে বসে, আমাদের মাথার উপর দিয়েই রেক উলটে যাবে।’’
যদিও এনিয়ে, এফসিআইয়ের ডিভিশনাল ম্যানেজার কুলদ্বীপ সিংয়ের দাবি, ‘‘নতুন অবস্থায় ভুল ক্রুটি বোঝা মুশকিল। চালু হবার পর বেশকিছু সমস্যা সামনে এসেছে। প্রচন্ড বৃষ্টির কারনেই এই সমস্যা তৈরি হয়েছে। আগামীতে এধরণের সমস্ত সমস্যায় মিটিয়ে ফেলা হবে।
কিন্তু ট্রাক মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, সবারই প্রশ্ন— সাইলো কি তবে পরিকল্পনার ফাঁকেই ডুবে গেল? বর্ষাকাল তো নতুন নয়! তা সত্ত্বেও কেন আগাম পরিকল্পনা নেই? রেললাইনের তলায় পরীক্ষা-নিরীক্ষা, জলনিকাশি, রাস্তার পরিকাঠামো— সবই কি শুধু কাগজে-কলমে? উদ্বোধনের ক’দিনের মধ্যেই গোডাউনের এই দশা দেখে এলাকাবাসীর বক্তব্য, ‘‘এটাই যদি শুরু, সামনে কী ভয়ঙ্কর ছবি অপেক্ষা করছে!’