সাইকেল লেনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ হলো বালুরঘাট সাইকেল কমিউনিটি

0
111

৩জুন বিশ্ব সাইকেল দিবসকে সামনে রেখে সাইকেল আরোহীদের সুরক্ষা ও নিরাপত্তা এবং আলাদা সাইকেল লেনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ হলো বালুরঘাট সাইকেল কমিউনিটির সংস্থার তরফে,সাইকেল আরোহীর মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করে বেশ কিছু দাবি রাখা হল সংঘটনের তরফে শীতল চক্রবর্তী ৩ মে।৩জুন বিশ্ব সাইকেল দিবসকে সামনে রেখে সাইকেল আরোহীদের সুরক্ষা ও নিরাপত্তা এবং আলাদা সাইকেল লেনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ হলো সাইকেল কমিউনিটির সংস্থার তরফে।বিশ্ব সাইকেল দিবসের দিনে জেলায় এক সাইকেল আরোহীর মৃত্যুতে নীরবতা পালন করল সংস্থার তরফে।
৩জুন বিশ্ব সাইকেল দিবস রাষ্ট্রসঙ্ঘের এই ভাবনায় প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয় এই দিবস। ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের সঙ্গে বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে পালিত হলো বিশ্ব সাইকেল দিবস।গত ২ জুন বাইক দুর্ঘটনায় মৃত সাইকেল আরোহী রঞ্জন মহন্তের স্মৃতিতে নীরবতা পালন করে সাইকেল কমিউনিটির সদস্য সহ সদস্যারাবিশ্ব সাইকেল দিবসের শুরুতে সাইকেল কমান্ডার সঙ্গীত কুমার দেবের নেতৃত্বে প্রায় ৩৫জন‌ সাইকেল আরোহী বাসস্ট্যান্ড, বিশ্বাসপাড়া,সাড়ে তিন নম্বর মোড়, ডানলপ মোড়, আন্দোলন সেতু হয়ে থানা মোড়ে সাইকেল যাত্রা করে আসে।
আজ মূলত চারটি দাবী নিয়ে সাইকেল যাত্রা হয়।সাইকেল আরোহী দের সুরক্ষা ও নিরাপত্তা, সাইকেল আরোহী দের জন্য আলাদা সাইকেল লেন, শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো এবং পরিবেশের সুস্থতায় সাইক্লিং।তারপর বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে অন্যতম কোঅর্ডিনেটর তুহিনশুভ্র মণ্ডল বিশ্ব সাইকেল দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। নতুন প্রজন্মের সাইকেল পড়ুয়ারা সাইকেলের নানান কসরত প্রদর্শন করেন থানা মোড়ে। সাইকেল আরোহী দের সুরক্ষা ও নিরাপত্তার দাবীতে সাইকেল আরোহীরা সাক্ষর দেন। বাইক দুর্ঘটনায় মৃত সাইকেল আরোহী রঞ্জন মহন্তের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন সাইকেল আরোহীরা।
আজ শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই সাইকেল যাত্রাতে অংশ নেয়।বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে ছিলেন সঙ্গীত কুমার দেব, তুহিনশুভ্র মণ্ডল , বিজন সরকার, অঞ্জন দাস, অতনু সাহা প্রমুখ।
পড়ুয়া সৌম্যজিৎ, দিয়া, বৃষ্টিরা জানায় বিশ্ব সাইকেল দিবস সম্পর্কে সকলকে সচেতন করেন।
বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে তুহিনশুভ্র মণ্ডল জানান,”
বালুরঘাট শহরে সাইকেল আরোহীরা খুব অসুবিধা করে সাইকেল চালায়। যানবাহনের সংখ্যা বেড়েছে।সাইকেল আরোহীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে।তাই আমরা চাই সাইকেল আরোহী দের সুরক্ষা ও নিরাপত্তা।সাইকেল আরোহীদের জন্য আলাদা লেন আমরা চাইছি।এই মর্মে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।পুলিশ প্রশাসন ও পৌরসভার এই আবেদন গুরুত্ব দিয়ে দেখুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here