সাংবাদিকদের সংগঠনের তরফে গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হল 

0
430

সাংবাদিকদের সংগঠনের তরফে গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হল                                                        গঙ্গারামপুর ২জানুয়ারি দক্ষিণ দিনাজপুরঃ-একটি অনুষ্টানের মধ্যে দিয়ে জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠনের বর্ষবরণ অনুষ্টানের আয়োজন করা হল।৩১ডিসেম্বর রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রভবনের অনুষ্টান মঞ্চে রাজ্যের মন্ত্রী,প্রাক্তন বিধায়ক, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দেওয়া হল মন্ত্রীর, বিশিষ্টজনেদের হাত দিয়ে গুনিদের সন্মান ও সহযোগীতা। সাংবাদিকদের এই সংগঠন জেলার মধ্যে উল্লেখযোগ্য হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই-সাংবাদিকেরাও সকলের পাশে থেকে কাজ করার কথা জানান। সাংস্কৃতিক অনুষ্টান নাচ,গান, বিচিত্রা অনুষ্টানের মধ্যে দিয়ে ক্লাব সদস্যদের তরফে ২০২৪ সালকে বরণ করে নেওয়া হয়। কোলকাতার বহিরাগত শিল্পীদের দিয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 

দক্ষিণ দিনাজপুর জেলাতে২০১৫ সালে নতুন করে গঙ্গারামপুর শহর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার সাবডিভিশলান রিপোর্টাস এ্যাসোসিয়েশন নামে বিরাট আকারে সাংবাদিকদের সংগঠন তৈরি হয়া যেখানে জেলার ৮টি ব্লকের পাশাপাশি তিনটি পুরসভা এলাকা থেকে বিভিন্ন ধরনের দৈনিক টিভি চ্যানেল, পত্রিকা,পাক্ষিক পত্রিকার সাংবাদিকদের পাশাপাশি বিশিষ্ট কবি সাহিত্যিকদের নিয়ে প্রায় ৩১এর উপরে সদস্য রয়েছে। বেশ কিছু দিন ধরে অস্থায়ীভাবে সাংবাদিকদের সংগঠনটি পরিচালিত হয়ে আসছিল। গঙ্গারামপুর শহরের চৌপথি এলাকার চিত্তরঞ্জন সবজি মার্কেটের দ্বিতলে অফিস ঘর তৈরি হয়েছে। ২০১৫ সালের পর থেকেই এই সাংবাদিকদের ক্লাবের সদস্যরা একাধিক সমাজ সেবা মুলক কাজ করে চলেছেন মানুষজনদের মাঝে। যেমন দুস্থ্যঅসহায় মানুষজনদের পাশে দাঁড়ানো, ছাত্র ছাত্রীদের মধ্যে বই খাতা বিলি করা, রবীর মানুষজনদের মধ্যে কাপুড়,শীতবস্তু দান করা। উৎসবে বিভিন্ন ধরনের প্রতিযোগীতা মুলক অনুষ্টান করে তাঁদের উৎসাহ বাড়ানো। করোনা আতঙ্কের মধ্যে প্রায় বহু গরীব মানুষজনদের চাল,ডাল সহ বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা,গরীর শিশুদের জন্য প্রায় ৪০০ দুধের কোটা বিলি করে সকলের নজর কেরেছে জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের এই সংগঠন গঙ্গারামপুর সাবডিভিশলান রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। করা হয়েছে বৃক্ষ রোপন শহরের বিভিন্ন জায়গায়।

 

      ক্লাবের সদস্যরা ইতিমধ্যেই গঙ্গারামপুর শহরের হাইরোডে পাশে অবস্থিত চিত্তরঞ্জন সবজি মার্কেটের দ্বিতলে ভাড়া ঘরেই সাবডিভিশলান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্লাব ঘর পরিচালনা করে আসছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে গঙ্গারামপুরের রবীন্দ্রভবনের অনুষ্টান নঞ্চ থেকেই গঙ্গারামপুরের চিত্তরঞ্জন সবজি মার্কেটে সাংবাদিকদের সংগঠনের ক্লাব ঘরের উদ্ধোধন করা হয়েছিল। এবছরও মহাধুমধাম সহকারে ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সালকে বরণ করে নেবার জন্য গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে সাংবাদিকদের সংগঠনের তরফে বর্ষবরণ অনুষ্টানের আয়োজন করা হয়। তিনজনকে ভালো কাজের জন্য পুরষ্কার বা হয় সাংবাদিকদের সংগঠনের তরফে। সেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিদুব মিত্র,গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক, বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, বুনিয়াদপুর মহকুমা আদালতের পিপি পুতুল মৈত্র, তপন, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজসেবী মোজাম্মেল হক, রাজেস সরকার, শিক্ষাবিদ রাহুল সরকার, সাবডিভিশলান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক শীতল চক্রবর্তী, সহ সম্পাদক পিন্টু কুণ্ডু সংগঠনের জেলা সভাপতি চয়ন হোড, সাংবাদিকদের ক্লাবের অন্যতম সদস্য সাহেনসা মোরা, সদস্য সজল মহন্ত,শঙ্কর চোহান, বিপুব হালদার, বাবাই সুত্রধর, অমল দাস, নারায়ন বসাক, বাসুদেব দাস, মহিলা সাংবাদিক নিপা চক্রবর্তী, আরতি হালদার, চন্দ্রিমা হোড়,গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here