শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,১৮ জুলাই : সরাল হাঁসের বাচ্চা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুরে। উদ্ধার হওয়া সরাল হাঁস গুলি তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে।
জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের ৮ নম্বর ইন্দ্র নারায়নপুর কলোনীর বাসিন্দা তমালিকা ব্রক্ষ্ম। প্রতিদিনের মত এদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের উঠোনে একটি সরাল হাঁস কয়েকটি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুকুর,বেড়াল ও কাক তাদের তাড়া করছে। এরপর তমালিকা দেবী হাঁস গুলিতে উদ্ধার করে সযত্নে রাখেন। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে কুশমন্ডি ফরেস্টের বুনিয়াদপুর বিটের বন কর্মীরা ইন্দ্র নারায়নপুর কলোনীতে ছুটে এসে সেগুলি উদ্ধার করে পাশ্ববর্তী তাদের বাসস্থানে ছেড়ে দেন।
তমালিকা ব্রক্ষ্ম বলেন,সকালে ঘুম থেকে উঠে দেখি একটি সরালের মা হাঁস কয়েকটি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের উদ্ধার করে বন দপ্তরের খবর দেওয়া হয়। বন কর্মীরা এসে তাদের বাসস্থানে ছেড়ে দেন।
পাখি প্রেমী চন্দন পান্ডে বলেন,সরাল জাতীয় এই হাঁসগুলি স্থানীয় বিভিন্ন পুকুরে বাসস্থান করে। কিন্তু বর্তমানে জলা জমি ভরে যাবার কারনে এবং গাছের সংখ্যা কমে যাওয়ায় বাসস্থানের অভাব হয়ে পড়েছে। তাই তারা এভাবে মানুষের পরিবেশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এদের সংরক্ষনের জন্য সকলকে এগিয়ে আসা উঠিত।