সরকারী বাসে গাঁজা পাচার! ব্যাগ বদলাতে গিয়েই ধরা পড়ল পাচারকারী, বালুরঘাট এনবিএসটিসি স্ট্যান্ড থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
বালুরঘাট, ২ জানুয়ারী —– সরকারি বাসকে ব্যবহার করে গাঁজা পাচারের দুঃসাহসী ছক—কিন্তু এক মুহূর্তের ভুলেই ভেস্তে গেল পুরো পরিকল্পনা। বৃহস্পতিবার রাতে বালুরঘাট এনবিএসটিসি বাসস্ট্যান্ডে ব্যাগ বদলকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে গাঁজা পাচারের চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ কেজি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু রবিদাস। বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি নাকোর এলাকায়। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসে যাত্রা করেন তিনি। বাসটি ফুলবাড়ি এলাকায় পৌঁছতেই পাশে রাখা একটি ল্যাপটপের ব্যাগ নিয়ে নেমে পড়েন রাজু। কিছুক্ষণ পরেই নিজের ভুল বুঝতে পারেন তিনি—ব্যাগটি তাঁর নয়।
এদিকে বাসটি বালুরঘাটে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ল্যাপটপের আসল মালিক ব্যাগ খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। বাসে পড়ে থাকা একমাত্র ব্যাগটি উদ্ধার করেন চালক ও কন্ডাক্টর। ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে তাঁদের—ভেতরে পাওয়া যায় বিপুল পরিমাণ গাঁজা। মুহূর্তে বিষয়টি ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডজুড়ে।
এদিকে ভুল বুঝতে পেরে তড়িঘড়ি অন্য একটি বাসে চেপে বালুরঘাটে ফিরে আসেন রাজু। ল্যাপটপের ব্যাগ ফিরিয়ে দিয়ে নিজের ব্যাগ দাবি করতেই সন্দেহ ঘনীভূত হয়। স্থানীয় লোকজন তাঁকে ঘিরে ধরেন এবং খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৫ কেজি গাঁজা।
বাসের কন্ডাক্টর তমাল রায় বলেন, “ব্যাগ খুলতেই বুঝে যাই বিষয়টা অত্যন্ত গুরুতর। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।”
বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, গাঁজা-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাচারের নেপথ্যে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


























