সরকারি শৌচালয়ে বেআইনি দখল! সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসলো বালুরঘাট পুরসভা
বালুরঘাট, ১১ ডিসেম্বর —— খবরের দাপটেই ভাঙল বহুদিনের অচলাবস্থা। তালা খোলা হলো বালুরঘাটের থানা মোড় এলাকার কমিউনিটি শৌচালয়ের। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই এলাকায় হাজির পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে কথা বললেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও। তাঁর দাবি, “পুরোটাই একপ্রকার ভুল বোঝাবুঝি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখেই সঙ্গে সঙ্গে তালা খোলার ব্যবস্থা করা হয়েছে।”
বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের থানা মোড়ের ব্যস্ত এলাকাজুড়ে রয়েছে একটি কমিউনিটি শৌচালয় ও একটি সুলভ শৌচালয়। অভিযোগ, কয়েক বছর ধরেই কমিউনিটি শৌচালয়টি তালা মেরে নিজেদের দখলে রেখেছিলেন ‘বালুরঘাট যুব কম্পিউটার সেন্টার’-এর একাংশ কর্মী। সরকারি অর্থে নির্মিত শৌচালয় যখন সাধারণ মানুষের ব্যবহারের কথা, তখন সেখানে দিনের পর দিন তালা ঝুলে থাকা নিয়েই ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। শহরের প্রাণকেন্দ্রে এমন বেআইনি দখলদারিতে পুরসভার নীরব ভূমিকাও ছিল প্রশ্নের কেন্দ্রে।
অবশেষে বুধবার সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসে পুরসভা। বৃহস্পতিবার খুলে দেওয়া হয় শৌচালয়ের তালা। এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে আশ্বস্ত করেন চেয়ারম্যান—শৌচালয়টি সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের জন্যই খোলা থাকবে। স্থানীয়দের আশা, এই তৎপরতাই ভবিষ্যতে দখলদারি রুখতে নজির হবে।



















