সরকারি বাস নেই, তবুও রথের টানে দীঘার পথে বালুরঘাট!

0
60

সরকারি বাস নেই, তবুও রথের টানে দীঘার পথে বালুরঘাট! জগন্নাথ দর্শনে ইতিহাস গড়ল হরিনাম সংঘ

বালুরঘাট, ৭ জুলাই —— সরকারি উদ্যোগে উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে দীঘাগামী বাস চললেও দক্ষিণ দিনাজপুর যেন বারবার উপেক্ষিত! তবে এ বছর রথযাত্রার আবেগে ভেসে গিয়ে সেই উপেক্ষাকে চ্যালেঞ্জ জানাল বালুরঘাটবাসী। সরকারি ছত্রছায়া না থাকলেও, ভক্তি ভাবনায় ভর করে প্রথমবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনে রওনা দিল পঞ্চাশজন ভক্তের এক দল।

চকভৃগু বাসস্ট্যান্ড থেকে হরিনাম প্রচার সংঘ-এর আয়োজনে সোমবার বিকেলে যাত্রার সূচনা হয় এক আবেগঘন পরিবেশে। শহরের আকাশ জুড়ে তখন ‘জয় জগন্নাথ’ ধ্বনি। নারকেল ফাটিয়ে, শুভ কামনা জানিয়ে বাস যাত্রার উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সঙ্গে ছিলেন শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত। উৎসবমুখর পরিবেশে অনেকেই আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সংঘের প্রধান সন্ন্যাসী বংশীমোহন দাস বাবাজি জানান, “শতাধিক মানুষ যেতে চাইলেও বাসের আসন সংখ্যা সীমিত হওয়ায় আমরা প্রথম দফায় মাত্র পঞ্চাশজনকে নিতে পেরেছি। মঙ্গলবার জগন্নাথদেবের পূর্ণ দর্শন করে বুধবার সকলে ফিরবেন।”

পুরপ্রধান অশোক মিত্র বলেন, আজ এই ঐতিহাসিক যাত্রায় উপস্থিত থাকতে পেরে গর্বিত আমি। আগামী দিনে আরও বড় পরিসরে এই উদ্যোগ যেন ছড়িয়ে পড়ে, সেই কামনাই করি।”

বছরের পর বছর দীঘার পথের আশায় থাকা দক্ষিণ দিনাজপুরবাসীর কাছে এই প্রথম যাত্রা যেন স্বপ্নপূরণের মুহূর্ত। সরকারি ছায়া না থাকলেও, মানুষের ইচ্ছা ও বিশ্বাস যে কতটা বড় শক্তি—সেটাই যেন প্রমাণ করল এই রথযাত্রার দীপ্ত পদযাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here