সরকারি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কিশোর সহ দুই যুবকের,পথ অবরোধে উত্তেজনা বংশীহারীতে
শীতল চক্রবর্তী,বালুরঘাট, ২২জুলাই:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার গিত্তিমোড় এলাকায় সরকারি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কিশোরসহ দুই যুবক মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার বিকেলে ৫১২নম্বর জাতীয় সড়কে বংশীহারী ব্রিজের কাছে গিত্তিমোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত হওয়া ওই যুবকের নাম শংকর রায় বয়স(১৮)ও কিশোরের নাম জয় রায়(১৪),বাড়ি দুজনের বাড়ি বংশীহারী থানার বুনিয়াদপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের জয়দেবপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেলে বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি সরকারি এনবিএসটিসি বাস যার নম্বর ডাবলু বি (৬৩ এ ৫৭৭৬) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃত্যু হয় দুই আরোহীর।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে নামেন। দীর্ঘক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘন্টাখানেকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী গৌতম বিশ্বাস ও বাবলু সন্ন্যাসীরা অভিযোগ করে বলেন, “বংশীহারী ব্রিজের পাশে নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।এমন দুর্ঘটনায় তরতাজা প্রাণ চলে যাচ্ছে।” বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু বলেন,”মানুষজনকে আরো বেশী সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।কিছু ভুলের কারণেই তরতাজা দুজনের জীবন চলে গেল এটা ভাবতেই পারছিনা। মৃতদের পরিবারের পাশে আমরা রয়েছি।”
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য জানান, “দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত চলছে।”