সরকারি প্রতিষ্ঠানে স্বল্প দামে আলু সরবরাহ করবে রাজ্য, জানালেন রাজ্যের অন্যতম প্রতিমন্ত্রী বেচারাম মান্না।

0
68

জলপাইগুড়ি:-সরকারি প্রতিষ্ঠানে স্বল্প দামে আলু সরবরাহ করবে রাজ্য, জানালেন রাজ্যের অন্যতম প্রতিমন্ত্রী বেচারাম মান্না।রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুত রেখেছিল। এবার সেই আলু পৌঁছে যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হোম, সংশোধনাগার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। ফলে প্রতিষ্ঠানগুলিকে আলু নিয়ে আলাদা চিন্তা করতে হবে না। ন্যায দাম পাবেন কৃষকরাও

বেলাকোবা কৃষক বাজার পরিদর্শনের পর রাজ্যের কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়ি সার্কিট হাউসে আসেন। সেখানে তাকে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে, তবে খুব কম খরচেই তাদের আলু মিলবে। এতে একদিকে কৃষকরা ন্যায্য দাম পাবেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোরও অর্থ সাশ্রয় হবে। এখনা থেকে তিনি মালবাজারের কুমলাই চা বাগানে যান আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here