সম্প্রদায়ের মানুষদের মধ্যে রাজ্য সরকারের উন্নয়ন মূলক একাধিক প্রকল্প তুলে ধরতে ও অন্যান্য বিষয় তাদের নজরে আনতে ট্রাবলো গাড়ির মাধ্যমে তফসিলি র সংলাপ প্রচারের সূচনা করা হলো রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর তৃণমূল কার্যালয় থেকে

0
782

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,৪অক্টোবর; সম্প্রদায়ের মানুষদের মধ্যে রাজ্য সরকারের উন্নয়ন মূলক একাধিক প্রকল্প তুলে ধরতে ও অন্যান্য বিষয় তাদের নজরে আনতে ট্রাবলো গাড়ির মাধ্যমে তফসিলি র সংলাপ প্রচারের সূচনা করা হলো রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর তৃণমূল কার্যালয় থেকে।২০দিন ধরে বিধান সভার তপশিলি এলাকা জুড়ে এই প্রচার করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস,সহ আরো অনেকেই।
সমস্ত সম্প্রদায়ের পাশাপাশি রাজ্য সরকার তফসিলি সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প ও উন্নয়ন মূলক কাজ বিগত দিনের পাশাপাশি বর্তমানেও করছেন।রাজ্য সরকারের তফসিলি মানুষদের জন্য সে সমস্ত প্রকল্প করেছেন সেই সমস্ত প্রকল্পের প্রচারের জন্য রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর তৃণমূল কার্যালয় থেকে ট্রাবলো গাড়ির মাধ্যমে তফসিলি র সংলাপ প্রচারের সূচনা করেন গঙ্গারামপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস ।২০ দিন ধরে ওই ট্রাবলো গাড়িটি গঙ্গারামপুর বিধানসভার তফসিলি এলাকায় গিয়ে তৃণমূল কর্মীরা তফসিলি মানুষদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের বহু প্রকল্পের কথা জানানোর পাশাপাশি আরও অন্যান্য বিষয় গুলি তাদের নজরে নিয়ে আসবেন।
এদিনের এই ট্রাবলো গাড়ির মাধ্যমে তফসিলি র সংলাপ প্রচারের সূচনা করার সময় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস ,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন অমলেন্দু ভূষণ সরকার,সদস্য রাকেশ পণ্ডিত,অশোক বর্ধন সহ আরো অনেকেই।
এবিষয়ে গঙ্গারামপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস জানিয়েছেন,রাজ্য সরকার তফসিলি দের জন্য বহু প্রকল্প করেছেন,সরকারের সমস্ত উদ্যোগ তফসিলি মানুষদের মধ্যে প্রচারের জন্য ট্রাবলো গাড়ির মাধ্যমে তফসিলি র সংলাপ প্রচারের সূচনা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here