সম্পত্তি নিয়ে বিবাদ, আর এই বিবাদ গড়ালো হাতাহাতিতে। ঘটনায় বাবার হাতে আক্রান্ত ছেলে।

0
584

মালদা:- সম্পত্তি নিয়ে বিবাদ, আর এই বিবাদ গড়ালো হাতাহাতিতে। ঘটনায় বাবার হাতে আক্রান্ত ছেলে। আক্রান্ত ছেলের চিকিৎসা চলছে গাজোল গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে পলাতক রয়েছে আক্রান্তের বাবা। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত ওই যুবকের নাম হাসানুজ্জামান (২৮)। বাড়ি গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের থালি পুকুর এলাকায়।


ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্তের জামাইবাবু জামাল রহমান জানান আক্রান্তের পিতা বিগত কয়েক বছর আগে অন্য একটি বিয়ে করে বাস বাড়ি এলাকায় থাকতো। অন্যদিকে আক্রান্ত ওই যুবক তার মাকে নিয়ে থালি পুকুর এলাকায় থাকতো। তবে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একটি বিবাদ রয়ে গিয়েছিল। গতকালই ওই যুবকের দাদু অসুস্থ হয়ে যাওয়ায় তার মা তার বাবাকে দেখতে চলে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে আক্রান্ত ওই যুবকের বাবা আবুল কাশেম অতর্কিতভাবে হামলা চালায় ওই যুবকের উপর। লোহার রড দিয়ে আঘাত করা হয় পিঠে মাথায় বুকে ও হাতে। গুরুতর জখম হয় ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে গাজোল গ্রামীণ হাসপাতালে। আক্রান্ত ওই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসার কারণে একটু বিলম্ব হচ্ছে কিন্তু তারা গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনের দ্বারস্থ হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here