সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে Summer kit প্রদান কর্মসূচি By starsambadadmin - May 28, 2025 0 88 Share on Facebook Tweet on Twitter দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সুপারের উদ্যোগে গোটা জেলা জুড়ে সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে Summer kit প্রদান কর্মসূচি অনুষ্ঠান পালন করা হয়েছে তার একটি অংশ হিসেবে আজ গঙ্গারামপুর ট্রাফিকের সমস্ত ট্রাফিক কর্মীদের Summer kit প্রদান করা হলো।