সবজির বস্তার আরালে পাচার বিদেশী মদ উদ্ধার করলো আবগারি দপ্তর।

0
161

সবজির বস্তার আরালে পাচার বিদেশী মদ উদ্ধার করলো আবগারি দপ্তর।

শিলিগুড়ি:-

প্রথমে মদের কার্টুন,তার উপর সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিকআপ ভ্যান করে বিহারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার মদ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ি চম্পাসারী থেকে পিকআপ ভ্যান থেকে ওই মদ গুলি আটক করে।ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।শিলিগুড়িকে করিডর করে সিকিম,আসাম সহ বেশকিছু বহি:রাজ্য এমন অবৈধ কাজ সংগঠিত করে চলেছে।বিশেষ করে মাদকের ব্যবসা।বিগত সময় পুলিশের বা আফগারি দপ্তরের হানায় প্রচুর ব্রাউন সুগার,নকল মদ সহ একাধিক নেশা সামগ্রীকে ভিন রাজ্যে পাচারের আগে তা আটকাবার প্রচেষ্টা করা হয়েছে।বহু পাচারকারী এখনো এ রাজ্যের “শ্রীঘরে” রয়েছে।তারপরেও থেমে নেই এই ধরনের কারবার।তবে কার মদতে এই ধরনের কাজ বুক ফুলিয়ে অসাধু ব্যবসায়ীরা করে চলছে তা কিন্তু আজও অজানা। রবিবারে বাগডোগরা এলাকায় হানা দিয়ে একাধিক জায়গা থেকে নকল মদ ও নকল মদ তৈরির সামগ্রী উদ্ধার করে জলপাইগুড়ি আফগারি দপ্তর।তার ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের সিকিম থেকে সবজির আড়ালে বিদেশি মদ বিহারে পাচারের আগে আটকালো আবগারি দপ্তর।শিলিগুড়ি চম্পাসারী থেকে প্রায় ৩১লক্ষ টাকার মদ উদ্ধার করে তারা।ঘটনায় গ্রেপ্তার করা হয় ধর্মেন্দ্র কুমার নামে এক পাচারকারীকে।ঘটনা তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here