মালদা:- সপ্তম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাজোলের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার কড়চা ডাঙ্গা গ্রামে। পরিবার সূত্রে জানা যায় মৃত ছাত্রীর নাম রিমিরিতা মজুমদার (12)
পরিবার সূত্রে খবর গতকাল সে খেলাধুলা করছিল তারপর এসে রাত্রিবেলা একটি আলাদা ঘরে ঘুমাচ্ছিল। বাড়ির লোক আজ সকালবেলা দরজা ধাক্কা মারলে দেখে যে গলায় ওড়না দিয়ে আত্মঘাতী হয়েছে ওই সপ্তম শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকজন তারপর ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাজোল থানার পুলিশ পুরো ঘটনা কে নিয়ে তদন্ত নেমেছে।