সন্দেশখালি তে সুকান্তের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। বালুরঘাটের হিলি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের।
বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারী —— সন্দেশখালিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলীয় কর্মীদের উপর পুলিশি নির্যাতন ও লাঠি চার্জের প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি। বালুরঘাটে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির নেতাকর্মীদের। মঙ্গলবার শহরের হিলি মোরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পথ অবরোধের জেরে আটকে পড়ে বালুরঘাট হিলি ও বালুরঘাট মালদা রুটের সমস্ত যানবাহন। তৈরি হয় দীর্ঘ যানজটেরও। এদিন যে আন্দোলনের পুরোভাগে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় বিধায়ক অশোক লাহিড়ী ও বিজেপি নেতা বাপী সরকারকে। যদিও পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।