শিলিগুড়ি:-
সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়।জানা গেছে শুক্রবার সকালে পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীতে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।ঘটনা স্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সদ্যোজাত শিশুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।