বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: সদ্যই রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ফালাকাটাকে পুরসভার মর্যাদা দেওয়া হয়েছে।কিন্তু এক পশলা বৃষ্টি হলেই জল থই থই দশা হয় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা নেতাজি রোডের।কারন ফালাকাটা শহরের ওই নেতাজি রোড এলাকার দুই ধার ধরে রয়েছে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান গুলি।দোকানদারদের অভিযোগ পথের দুই ধারে কোনো নর্দমা না থাকার দরুন সামান্য বৃষ্টিতেই জলের তলায় চলে যায় রাস্তাটি।নিকাশি ব্যবস্থার অভাবে ক্রেতাদের চলাফেরা করাটা দুষ্কর হয়ে ওঠে।অভিযোগ বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও ওই সমস্যার সমাধান হয়নি।পথের নোংরা জল দোকানে ঢুকে যাওয়ার দরুন ছড়াচ্ছে দূষণ।অবিলম্বে নেতাজি রোডের জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক না হলে পথ অবরোধের হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার দোকানিরা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার সদ্যই রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার অন্যতম...