‘সঠিক খাবারই বদলায় জীবন’ সরকারী এই শ্লোগান কে সামনে রেখে মিলেট মেলার আয়োজন বালুরঘাটে। চলল স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি সুসজ্জিত শোভাযাত্রাও
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ নভেম্বর ——- ‘সঠিক খাবার বদলে দেয় জীবন’ মিলেট মেলার এই শ্লোগান কে সামনে রেখে বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করলো জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার এই শোভাযাত্রাটি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের বালুছায়া সভাগৃহের সামনে থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে। যে শোভাযাত্রার পুরোভাগে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মূলত খাবার সম্পর্কে সচেতন করতেই এই মিলেট মেলার আয়োজন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
সুদীপ দাস বলেন, সাধারণ মানুষের মধ্যে খাদ্য সম্পর্কে বিশেষ কিছু সচেতনতা বাড়াতেই মিলেট মেলার নামে একটি কর্মশালা ও শোভাযাত্রা আয়োজিত হয়েছে এদিন। মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতেই যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।