আলিপুরদুয়ার : সঙ্কোষ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আতঙ্কে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের শেষ প্রান্ত অসম বাংলা সীমানার উত্তর হলদিবাড়ি ও জলদাপাড়া নেপালিবস্তি বাসিন্দারা। এই এলাকায় বাঁধ নেই সঙ্কোষ নদীতে বাঁধের দাবিতে সরব হল এলাকার বাসিন্দারা।
রীতিমতো ক্ষোভ উগড়ে দিল অসম বাংলা সীমানা লাগোয়া আলিপুরদুয়ার জেলার শেষ প্রান্ত সঙ্কোষ নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
বাসিন্দারা জানান সঙ্কোষ নদী বর্তমানে রুদ্ররূপ ধারণ করছে বাঁধ নির্মাণ না হলে পুরো গ্ৰাম নদী গর্ভে চলে যেতে পারে। বাসিন্দারা আতঙ্কে রাতে না ঘুমিয়ে কাটান বাসিন্দারা জানান বৃষ্টি হলেই কিছুক্ষণ পর পর টর্চ জ্বালিয়ে নদী তীরবর্তী এসে দেখি কি অবস্থা এই ভাবে দিন কাটছে।
বাসিন্দারা জানান বাঁধের দাবিতে আমরা একাধিক বার সরব হয়েছি বিভিন্ন জায়গায় আবেদন করেছি কিন্ত কেউ আমাদের কথা কর্ণপাত করছেনা।